শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
- Advertisement -
ঘটমান সংবাদ
আরও

    প্রশ্ন সমাধান : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ (২য় ধাপ)

    হোমগবেষণাপ্রশ্ন সমাধান : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ (২য় ধাপ)

    প্রশ্ন সমাধান : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ (২য় ধাপ)

    দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ এর প্রশ্ন ও সমাধান নিচে দেয়া হলো:

     

    ১। অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। এখানে ছায়া বলতে কী বোঝানো হয়েছে?

    জন্মভূমির আশ্রয়

     

    ২। সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে-

    Birds twitter at dawn.

     

    ৩। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পর তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?

     

    ৪। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি. এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘণ্টা সময় লাগবে?

    গ) ১১

     

    ৫। What does CV stand for?

    Curriculum Vitae

     

    ৬। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?

    উত্তরা গণভবন

     

    ৭। A state where all religions are respected-

    Secular

     

    ৮। যদি a + b+ c= 0 হয়, তবে a3+b3+c3 এর মান কত?

    3abc

     

    ৯। ফলের দোকান থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। ২ দিন পর ৯টি আম পঁচে গেলো। শতকরা কয়টি আম ভালো আছে?

    ৯৫

     

    ১০। ধ্বনি হল-

    ভাষার ক্ষুদ্রতম অংশ

     

    ১১। ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

    ২৮

     

    ১২। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

    ১০ মিটার

     

    ১৩। সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?

    ক্রিয়া বিশেষণ

     

    ১৪। সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’কোথায় অনুষ্টিত হয়েছে

    নিউইয়র্ক

     

    ১৫। A lot of news in those papers …………. Unreliable.

    is

     

    ১৬। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

    বিশেষভাবে বিশ্লেষণ

     

    ১৭। A remedy for all disease-

    panacea

     

    ১৮। জানুয়ারি বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?

    অতৎসম

     

    ১৯। He was brought to the police station for ………….

    confinement

     

    ২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয়ার নির্দেশনা প্রদান করেন?

    ২০১০

     

    ২১। Syntex means-

    Sentence building

     

    ২২। ১৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর দূরত্ব কত সে.মি.?

    ৯ সে.মি.

     

    ২৩। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ?

    পেশাগত জ্ঞান, দক্ষতা, অনুশীলন

     

    ২৪। Which of the following is in plural form?

    Media

     

    ২৫। “আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি”-

    ড. মুহম্মদ শহীদুল্লাহ্

     

    ২৬। “Brain child” means-

    intelligent person

     

    ২৭। A sentence is a group of words that expresses a complete-

    thought

     

    ২৮। To everyone’s surprise he got …………. the examination.

    passed

     

    ২৯। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

    ২০১১

     

    ৩০। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালের সাথে লাগানো। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?

    ৩০ মিটার

     

    ৩১। SMS এর পূর্ণ রূপ-

    Short Message Service

     

    ৩২। দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গসাগু ৮। তাদের লসাগু কত?

    ২৮০

     

    ৩৩। পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

    পঠ্‌+ণক/অক

     

    ৩৪। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

    তিনি সস্ত্রীক শহরে থাকেন।

     

    ৩৫। “To read between the lines means”-

    To read carefully to find out any hidden meaning.

     

    ৩৬। What is the meaning of the word ‘Vice Versa’?

    The terms being exchanged

     

    ৩৭। The word “decade” means-

    a period of ten years

     

    ৩৮। বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন-

    শেখ হাসিনা

     

    ৩৯। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?

    তৎসম

     

    ৪০। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত?

    সমুদ্র সম্পদ

     

    ৪১। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

    ৩৬০০ জন

     

    ৪২। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক-

    শেখ মুজিবুর রহমান

     

    ৪৩। Oncology relates to-

    Medicine

     

    ৪৪। কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?

    মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার

     

    ৪৫। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথায় হতে চর্যাপদ আবিষ্কার করেন?

    নেপালের রাজদরবার

     

    ৪৬। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত?

    ২৫ টাকা

     

    ৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন-

    বাউল

     

    ৪৮। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?

    ১৫তম

     

    ৪৯। I need to install an …………. fan in the kitchen.

    exhaust

     

    ৫০। কিন্ডারগার্টেন কোন ভাষার হতে আগত শব্দ?

    জার্মানী

     

    ৫১। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের গড় ৮৭ হয়?

    ৮৯

     

    ৫২। কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়?

    ৩০-৪০ বছর

     

    ৫৩। মাথা খাও, পত্র দিতে ভুলো না। এখানে মাথা খাওয়া অর্থ-

    দিব্যি দেয়া

     

    ৫৪। পৃথিবীতে কে কাহার? এই বাক্যে পৃথিবীতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

     

    ৫৫। Man did not know that the earth moves round the Sun until it was –

    Discovered

     

    ৫৬। কোন বানানটি শুদ্ধ-

    আদ্যক্ষর

     

    ৫৭। Can you tell me where ……………?

    Rahim lives

     

    ৫৮। The minister told his officials to ……………. a press conference.

    arrange

     

    ৫৯। দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃদ্ধি পায়। সংখ্যাটির অংকদ্বয়ের পার্থক্য কত?

     

    ৬০। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?

    ই-অফিস

     

    ৬১। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত?

    ৪৪

     

    ৬২। “শোন একটি মুজিবরের থেকে” গানটির গীতিকার কে?

    গৌরীপ্রসন্ন মজুমদার

     

    ৬৩। ৯ কোটি সমান কত?

    ৯০ মিলিয়ন

     

    ৬৪। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?

    একটি দেয়ালকে ধাক্কা দেয়া

     

    ৬৫। কোন বানানটি শুদ্ধ?

    বিকেন্দ্রীকরণ

     

    ৬৬। বৈসাবি কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব?

    পার্বত্য চট্টগ্রাম

     

    ৬৭। একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ও জন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি?

    ৮ কেজি

     

    ৬৮। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

    রনিল বিক্রমাসিংহে

     

    ৬৯। A stage of short sightedness…

    Myopia

     

     

    ৭০। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশি-

    নির্ধারক বিশেষণ

     

    ৭১। ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে সম্প্রতি রাশিয়া কোন দেশে বিদ্যুৎ সরবারাহ বন্ধ করে দিয়েছে?

    Findland

     

    ৭২। সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি?

    ক্রিয়া ও সর্বনাম পদে

     

    ৭৩। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

    ৫৬

     

    ৭৪। BMI এর পূর্ণরূপ-

    Body Mass Index

     

    ৭৫। উইকিপিডিয়া –

    মুক্ত বিশ্বকোষ

     

    ৭৬। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ-

    ২০২১-২০৪১

     

    ৭৭। শিক্ষা সফরের জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেলো। বাসে কত জন ছাত্র গিয়েছিলো?

    ৬০ জন

     

    ৭৮। শিশুর সহায়তায় হটলাইন নম্বরটি কত?

    ১০৯৮

     

    ৭৯। কোন পরীক্ষার ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করলো ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?

    ১০%

     

    ৮০। ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?

    ১৬০০ বর্গফুট।

     

    আরও পড়ুন: বিপরীত শব্দ : নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই

    Author

    • Study Center BD

      Study Center BD is a educational resource and educational research related knowledge base website. We provide easily understandable study resources with easy approaches. So that the students do not desperate and get bored.

      Study Center BD
      www.studycenterbd.online
      https://studycenterbd.online
      Mobile: +880 1877748005
      E-Mail: info@studycenterbd.online

      Mastodon Profile: Mastodon

    স্টাডি সেন্টার বিডি
    স্টাডি সেন্টার বিডিhttps://studycenterbd.online

    Study Center BD is a educational resource and educational research related knowledge base website. We provide easily understandable study resources with easy approaches. So that the students do not desperate and get bored.

    Study Center BD www.studycenterbd.online https://studycenterbd.online Mobile: +880 1877748005 E-Mail: info@studycenterbd.online

    Mastodon Profile: Mastodon
    RELATED ARTICLES

    একটি জবাব দিন

    আপনার মন্তব্য লিখুন দয়া করে!
    এখানে আপনার নাম লিখুন দয়া করে

    Most Popular