শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
- Advertisement -
ঘটমান সংবাদ
আরও

    বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা পিডিএফ সহ

    হোমক্যারিয়ারবিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা পিডিএফ সহ

    বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা পিডিএফ সহ

    বিগত সালগুলোতে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা নিচে দেয়া হলো। আশা করি চাকরিপ্রার্থীদের উপকারে আসবে।

    পিডিএফ লিংক পোস্টের একদম নিচে দেয়া আছে।

    ০১-প্রশ্নঃ ‘আদিখ্যেতা’ বাগধারাটির অর্থ কি?
    ক. ন্যাকামি
    খ. অপদার্থ
    গ. না জেনে কিছু করা
    ঘ. মারা যাওয়া
    উত্তরঃ ক

    ০২-প্রশ্নঃ ‘ফাঁকা আওয়াজে কাজ আদায়’— এর সমার্থক বাগধারা কোনটি?
    ক. কলকাঠি নাড়া
    খ. কুপোকাত
    গ. কালে ভদ্রে
    ঘ. কথায় চিড়া ভিজা
    উত্তরঃ ঘ

    ০৩-প্রশ্নঃ ‘বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি?
    ক. দেখতে সাধু হলেও ভণ্ড
    খ. অপদার্থ
    গ. অজানা থাকা
    ঘ. কাল্পনিক কাহিনী
    উত্তরঃ ক

    ০৪-প্রশ্নঃ অন্ধকার দেখা—
    ক. দুর্লভ বস্তু
    খ. হতবুদ্ধি
    গ. দৃষ্টি শক্তিহীন
    ঘ. স্বার্থে আঘাত লাগা
    উত্তরঃ খ

    ০৫-প্রশ্নঃ ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কি?
    ক. বন্ধু বনাম বন্ধু
    খ. হাতে-হাতে
    গ. খেতে-খেতে
    ঘ. আস্তে-আস্তে
    উত্তরঃ খ

    ০৬-প্রশ্নঃ কোন বাগধারা দ্বারা ‘ভনিতা’ বোঝানো হয়?
    ক. টইটম্বুর
    খ. কুপমণ্ডুক
    গ. গৌরচন্দ্রিকা
    ঘ. গনেশ উল্টান
    উত্তরঃ গ

    ০৭-প্রশ্নঃ ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
    ক. পটল গাছ হতে পটল তোলা
    খ. পটল খাওয়া
    গ. পরীক্ষায় ফেল করা
    ঘ. মারা যাওয়া
    উত্তরঃ ঘ

    ০৮-প্রশ্নঃ ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
    ক. সাহায্যকারী
    খ. তোষামুদে
    গ. বাদক
    ঘ. স্বাস্থ্যহীন লোক
    উত্তরঃ খ

    ০৯-প্রশ্নঃ কোনটি ভিন্নার্থক?
    ক. আকাশ পাতাল
    খ. আদায় কাঁচকলায়
    গ. অহিনকুল
    ঘ. দা-কুমড়া
    উত্তরঃ ক

    ১০-প্রশ্নঃ ‘সাপে নেউলে’ কথাটির অর্থ কি?
    ক. শত্রুতা
    খ. বন্ধুত্ব
    গ. অতিশয় ভালো সম্পর্ক
    ঘ. মহাবিপদ
    ঙ. কোনটিই নয়
    উত্তরঃ ক

    ১১-প্রশ্নঃ ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কি?
    ক. অতি আকাঙ্কিত বস্তু
    খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি
    গ. অদৃষ্টের পরিহাস
    ঘ. বিশেষ সম্মানিত ব্যাক্তি
    উত্তরঃ খ

    ১২-প্রশ্নঃ ‘গোবর গণেশ’ দিয়ে কি বুঝানো হয়েছে?
    ক. চাটুকার
    খ. মূর্খ
    গ. নির্বোধ
    ঘ. অপদার্থ
    উত্তরঃ খ

    ১৩-প্রশ্নঃ ‘আমড়া কাঠের ঢেঁকি’ বলতে বুঝায়–
    ক. অকালপক্ক
    খ. অলস
    গ. অপদার্থ
    ঘ. চাটুকার
    উত্তরঃ গ

    ১৪-প্রশ্নঃ ‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
    ক. সুখের পায়রা
    খ. খোদার খাসি
    গ. যক্ষের ধন
    ঘ. বসন্তের কোকিল
    উত্তরঃ খ

    ১৫-প্রশ্নঃ ‘কংস মামা’ বলতে বুঝায়–
    ক. নির্মম
    খ. সৎ মামা
    গ. আপন মামা
    ঘ. নির্দয় আত্মীয়
    উত্তরঃ ঘ

    ১৬-প্রশ্নঃ নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-
    ক. বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল
    খ. বাঙ্গালীরা আলস বলে পরিচিত
    গ. সমুদ্রে লোনাপানির ঢেউ উঠেছে
    ঘ. ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
    উত্তরঃ ক

    ১৭-প্রশ্নঃ সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে’-
    বাক্যে ‘উঠে’ শব্দের অর্থ-
    ক. ভেঙে পড়া
    খ. বন্ধ হওয়া
    গ. স্থানান্তরিক হওয়া
    ঘ. উন্নতি করা
    উত্তরঃ খ

    ১৮-প্রশ্নঃ ‘চোখের বালি’ অর্থ কি?
    ক. চোখের অসুখ
    খ. চোখের যত্ন
    গ. শত্রু
    ঘ. কৃতঘ্ন
    উত্তরঃ গ

    ১৯-প্রশ্নঃ ‘সুসময়ের বন্ধু’ কোন বাগধারা দিয়ে প্রকাশ
    করা হয়?
    ক. সুখের পায়রা
    খ. দহরম মহরম
    গ. লেফাফা দুরস্থ
    ঘ. কংস মামা
    ঙ. দুধের পায়রা
    উত্তরঃ ক

    ২০-প্রশ্নঃ ‘অকালপক্ক’ এর বাগধারার অর্থ কোনটি?
    ক. ইচঁড়ে পাকা
    খ. গোড়ায় পাকা
    গ. গাছে পাকা
    ঘ. অসময়ে পাকা
    উত্তরঃ ক

    প্রশ্নঃ ‘ভূষণ্ডির কাক’ অর্থ কি?
    ক. ষড়যন্ত্রকারী
    খ. বাক সর্বস্ত
    গ. দীর্ঘ প্রত্যক্ষমাণ
    ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
    উত্তরঃ ঘ

    ২১-প্রশ্নঃ ‘ছাই চাপা আগুন’ কোন অর্থ প্রকাশ করে?
    ক. মন্দ ভাগ্য
    খ. গোপন দোষ
    গ. সাপে-নেউলে
    ঘ. গোপন গুণ
    উত্তরঃ ঘ

    ২২-প্রশ্নঃ কোন বাগধারাটি ভিন্নার্থক?
    ক. অহিনকুল
    খ. উত্তম-মধ্যম
    গ. আদায় কাঁচকলায়
    ঘ. সাপে-নেউলে
    উত্তরঃ খ

    ২৩-প্রশ্নঃ ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
    ক. অদৃষ্টের পরিহাস
    খ. অন্ধকার
    গ. একাদশে বৃহস্পতি
    ঘ. কেউকেটা
    উত্তরঃ গ

    ২৪-প্রশ্নঃ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
    ক. আশার কথা
    খ. সৌভাগ্যের বিষয়
    গ. মজা পাওয়া
    ঘ. আনন্দের বিষয়
    উত্তরঃ খ

    ২৫-প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘ধর্মের ষাঁড়’–
    ক. অকর্মণ্য
    খ. বেহায়া
    গ. স্বার্থপর
    ঘ. সুসময়ের বন্ধু
    উত্তরঃ ক

    ২৬-প্রশ্নঃ কোন বাগধারা দু’টি সম্পূর্ণ ভিন্নার্থক?
    ক. সাপে-নেউলে/দা-কুমড়া
    খ. পটল তোলা/অক্কা পাওয়া
    গ. ঢাকের কাঠি/ঢাকের বায়া
    ঘ. অন্ধের যষ্টি/অন্ধের নড়ি
    উত্তরঃ গ

    ২৭-প্রশ্নঃ “সে তোমার মাথা খেয়েছে।” এ বাক্যে খাওয়ার অর্থ কি?
    ক. মস্তক কামড়ে খাওয়া
    খ. সর্বনাশ করা
    গ. পাগলামি করা
    ঘ. মাথায় আঘাত করা
    উত্তরঃ খ

    ২৮-প্রশ্নঃ ‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কী?
    ক. কথায় পটু
    খ. পড়ুয়া
    গ. অশোভনভাবে বিদ্রুপ করা
    ঘ. মতিচ্ছন্ন হওয়া
    উত্তরঃ গ

    ২৯-প্রশ্নঃ ‘চাঁদের হাট’-অর্থ কি?
    ক. বন্ধুদের সমাগম
    খ. আত্মীয় সমগম
    গ. প্রিয়জন সমাগম
    ঘ. গণ্যমান্যদের সমাগম
    উত্তরঃ গ

    ৩০-প্রশ্নঃ কান ভারী করা শব্দ দ্বয়ের অর্থ কি?
    ক. নির্মম
    খ. কুপরামর্শ দেয়া
    গ. কানে ভার দেয়া
    ঘ. কানে পানি দেয়া
    উত্তরঃ খ

    ৩১-প্রশ্নঃ কোন বাগধারাটি ‘সক্রিয় হওয়া’ অর্থ জ্ঞাপক?
    ক. গোঁ ধরা
    খ. ঔষধ ধরা
    গ. লাইন ধরা
    ঘ. ঠোঁট কাটা
    উত্তরঃ খ

    ৩২-প্রশ্নঃ ‘লক্কা পায়রা’ বাগধারার সঠিক অর্থ কি?
    ক. ফুলবাবু
    খ. উল্টাফল
    গ. কুচক্রী
    ঘ. পলায়ন করা
    উত্তরঃ ক

    ৩৩-প্রশ্নঃ ‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
    ক. আপন মনে বাদশাহী করা
    খ. কোন দায়িত্ব গ্রহণ না করা
    গ. বেকার মত চলা
    ঘ. দাংগাবাজি করা
    উত্তরঃ খ

    ৩৪-প্রশ্নঃ ‘বিষ নেই তার কুলোপনা চক্কর’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
    ক. যার কোন প্রকার ক্ষমতা নেই
    খ. অন্তঃসার শূণ্য অবস্থা
    গ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
    ঘ. অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন
    উত্তরঃ ঘ

    ৩৫-প্রশ্নঃ ‘তালকানা’ এর অর্থ কি?
    ক. বেহায়া
    খ. বেতাল হওয়া
    গ. শ্রমবিমুখ
    ঘ. নিরেট মূর্খ
    উত্তরঃ খ

    ৩৫-প্রশ্নঃ কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
    ক. আদায় কাঁচকলায়
    খ. সাপে-নেউলে
    গ. সাতেও না পাঁচেও না
    ঘ. দা-কুমড়া
    উত্তরঃ গ

    ৩৬-প্রশ্নঃ ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কী?
    ক. শুরু করা
    খ. তাড়াতাড়ি শেষ করা
    গ. বিশ্রাম করা
    ঘ. শেষ বিদায়
    উত্তরঃ ঘ

    ৩৭-প্রশ্নঃ ‘বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
    ক. ভঙ্গুর
    খ. চাপের মুখে ভেঙ্গে যায়
    গ. একতরফা
    ঘ. কোন বাধ্যবাধকতা নেই
    উত্তরঃ ক

    ৩৮-প্রশ্নঃ উলু খাগড়া বলতে কি বোঝায়?
    ক. যাচ্ছে তাই
    খ. অলক্ষণে
    গ. অসম্ভব বস্তু
    ঘ. নিরীহ প্রজা
    উত্তরঃ ঘ

    ৩৯-প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
    ক. প্রহার করা
    খ. সম্মান করা
    গ. আদর করা
    ঘ. সমাদর করা
    উত্তরঃ ক

    ৪০-প্রশ্নঃ ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?
    ক. বুদ্ধির ঢেঁকি
    খ. ভূষণ্ডীর কাক
    গ. বিড়াল তপস্বী
    ঘ. গভীর জলের মাছ
    উত্তরঃ ঘ

    ৪১-প্রশ্নঃ ‘হাত জোড়া থাকা’ বাগধারাটির অর্থ?
    ক. চিন্তায় পড়া
    খ. নিস্ক্রিয় হয়ে যাওয়া
    গ. অলস থাকা
    ঘ. কর্মব্যস্ত থাকা
    উত্তরঃ ঘ

    ৪২-প্রশ্নঃ ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি এলো-
    ক. খনার বচন
    খ. প্রবাদ বাক্য
    গ. কবিতার চরণ
    ঘ. বাগধারা
    উত্তরঃ খ

    ৪৩-প্রশ্নঃ ‘ফেকলু পার্টি’ বাগধারাটির অর্থ কী?
    ক. ক্ষমতাসীন পার্টি
    খ. বিরোধী পার্টি
    গ. কদরহীন লোক
    ঘ. নিকৃষ্ট লোক
    উত্তরঃ গ

    ৪৪-প্রশ্নঃ ‘আমড়া কাঠের ঢেঁকি’ এর অর্থ কি?
    ক. আমড়া
    খ. বাজে কাঠ
    গ. অকেজো
    ঘ. বাজে ঢেঁকি
    উত্তরঃ গ

    ৪৫-প্রশ্নঃ ‘সাতকাহন’ বাগধারার অর্থ কি?
    ক. অলিক কথা
    খ. সুখের সম্ভার
    গ. স্বল্প পরিমাণ
    ঘ. প্রচুর পরিমাণ
    উত্তরঃ ঘ

    ৪৬-প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘একচোখা’–
    ক. পক্ষপাতদুষ্ট
    খ. প্রাচীনপন্থী
    গ. ভণ্ড সাধু
    ঘ. ধার্মিক
    উত্তরঃ ক

    ৪৭-প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
    ক. সম্মান
    খ. মাঝামাঝি
    গ. মারা
    ঘ. ওপর-নিচে
    উত্তরঃ গ

    ৪৮-প্রশ্নঃ ‘কেঁচো গণ্ডূষ’ অর্থ কি?
    ক. নতুন করে আরম্ভ করা
    খ. নিরেট মূর্খ
    গ. সীমাবদ্ধ জ্ঞান
    ঘ. বিপদজ্জনক পরিণতি
    উত্তরঃ ক

    ৪৯-প্রশ্নঃ আকাশ ভেঙ্গে পড়া—
    ক. হঠাৎ বিপদ হওয়া
    খ. আশ্চর্য্য হওয়া
    গ. মন্দ ভাগ্য
    ঘ. কঠিন পরীক্ষা
    উত্তরঃ ক

    ৫০-প্রশ্নঃ ‘দুকান কাটা’ বাগধারাটির অর্থ কি?
    ক. অসুস্থ ব্যাক্তি
    খ. নিরীহ ব্যাক্তি
    গ. দাগি আসামি
    ঘ. বেহায়া
    উত্তরঃ ঘ

    চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বিগত সালগুলোতে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ এ বাগধারাগুলো থেকে আশা করি কমন পড়বে।

    পিডিএফ ডাউনলোডের জন্য ‘ডাউনলোড’ বাটনে ক্লিক করুন।

    ডাউনলোড

    Author

    • Study Center BD

      Study Center BD is a educational resource and educational research related knowledge base website. We provide easily understandable study resources with easy approaches. So that the students do not desperate and get bored.

      Study Center BD
      www.studycenterbd.online
      https://studycenterbd.online
      Mobile: +880 1877748005
      E-Mail: info@studycenterbd.online

      Mastodon Profile: Mastodon

    স্টাডি সেন্টার বিডি
    স্টাডি সেন্টার বিডিhttps://studycenterbd.online

    Study Center BD is a educational resource and educational research related knowledge base website. We provide easily understandable study resources with easy approaches. So that the students do not desperate and get bored.

    Study Center BD www.studycenterbd.online https://studycenterbd.online Mobile: +880 1877748005 E-Mail: info@studycenterbd.online

    Mastodon Profile: Mastodon
    RELATED ARTICLES

    একটি জবাব দিন

    আপনার মন্তব্য লিখুন দয়া করে!
    এখানে আপনার নাম লিখুন দয়া করে

    Most Popular

    Recent Comments